বাবরি মসজিদ মামলার জমি বির্তক নিয়ে সুপ্রিম কোর্টে শুনানী চলছে । প্রতিদিন এই শুনানী হচ্ছে । আজ নিয়ে ২৬ দিন শুনানী হল । আজ বুধবার প্রধান বিচার পতি রঞ্জন গগৈ সহ ৫ সদস্যের সাংবিধানিক এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের আইনজীবীদের বৈঠক করেন । সেখানে প্রধান বিচারপতি বলেন ,মামলার নিস্পত্তি জন্য দুটি প্রক্রিয়া চালানো হবে । মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা যেমন চলবে , একইভাবে আদালতে প্রতিদিন শুনানী হবে । তবে আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই মামলার শুনানী শেষ করা হবে বলে প্রধান বিচারপতি আইনজীবীদের বলেন । তিনি বলেন , এই শুনানী দ্রুত শেষ করার জন্য আমরা শনিবারেও শুনানী করব , আর এক ঘন্টা করে শুনানীর সময় বাড়িয়ে দেওয়া হবে ।
এ দিন প্রধান বিচারপতি সব পক্ষের আইনজীবীকেই বলেন, ‘‘চলুন ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য যৌথ ভাবে উদ্যোগী হই।’’ শুনানির সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। সেই সঙ্গে শনিবারও শুনানি চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘মধ্যস্থতা প্যানেলের উপর ভরসা করে সব পক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করতে পারে এবং তা আদালতকে জানাতে পারে। শুনানি চলাকালীনও মধ্যস্থতার প্রক্রিয়া চলতে পারে।’’ শুনানি প্রক্রিয়া যে গোপন থাকবে তা-ও এ দিন স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছে ওই মামলার শুনানি। আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাই, মঙ্গলবারই সব পক্ষের আইনজীবীকেই একসঙ্গে বসে শুনানি শেষ করার জন্য সম্ভাব্য সময়সীমা বের করতে বলে ওই সাংবিধানিক বেঞ্চ। যাতে বিচারপতিরা রায়ের জন্য সময় বার করতে পারেন। এ দিন শুনানির শুরুর সময়েই সেই সম্ভাব্য সময়সীমা শীর্ষ আদালতকে জানিয়ে দেন আইনজীবীরা।


Find out more: