ভারতের গণতন্ত্র নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন  এখনও  আশাবাদী । তিনি মনে করেন মোদী যে গণতন্ত্রের কাঠামো তৈরি করার চেষ্টা করছেন তা কোনো দিন সফল হবে না । সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট এই বাঙালি অর্থনীতিবিদ । ওই সংবাদ-মাধ্যমের পক্ষ থেকে নানা বিষয়ে প্রশ্ন করা হয় অমর্ত্য  সেনকে । তিনি সমস্ত বিষয়েই দক্ষতার সঙ্গে উত্তর দিয়েছেন ।
ভারতের গণমাধ্যমগুলি কেন মোদীর বিরুদ্ধে সেভাবে আওয়াজ তুলছে না ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন ,সরকার যদি বিরুদ্ধে থাকে, তবে সরকারি শুধু নয়, সম্ভবত অনেক বেসরকারি বিজ্ঞাপনও পায় না সংবাদমাধ্যম। ফলে স্বাধীন সংবাদপত্র বা সংবাদ চ্যানেল পাওয়াই দুষ্কর।
স্টুয়ার্ট মিলের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘মানুষ ভয়ে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, ‘‘থাক, দেখা হলে বলব’খন। আমি নিশ্চিত ওরা আমাদের কথা শুনছে।’’ এটা গণতন্ত্রের পন্থা নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কী চান, সেটা বোঝারও পথ নয় এটা।’’
তবু পুরোপুরি হতাশ নন অমর্ত্য।  বললেন, ‘‘সব কিছুই হারিয়ে যায়নি। এখনও সাহসী কয়েকটি সংবাদপত্র আছে, যারা ঝুঁকি নিয়ে কিছু ছাপতে ভয় পায় না। দু’-একটা টিভি চ্যানেল ও রেডিয়ো স্টেশনও আছে। প্রকাশ্য সভাও হচ্ছে কিছু। ভারতের কাঠামো যুক্তরাষ্ট্রীয়। বেশ ক’টি রাজ্যে বিজেপিই একমাত্র প্রভাবশালী শক্তি নয়।’’


మరింత సమాచారం తెలుసుకోండి: