বরাবরই পুজোর সাথে এক আত্মিক টান যেন রয়েছে মিতিন মাসির।পুজোবার্ষিকীতে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির আকর্ষণ ছিল অদম্য।মিতিন মাসির ভক্ত নয় এরকম মানুষ খুঁজে পাওয়া হয়তো একটু কঠিনই হবে। সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর পর একটা অভাব যেন থেকেই গিয়েছিল।তবে সুখবর এই যে বইয়ের পাতায় না হলেও এবার পুজোতে সিনেমার পরদায় আসতে চলেছে মিতিন মাসি।প্রধান চরিত্রে কোয়েল মল্লিক।পরিচালনায় অরিন্দম শীল।

 

পরিচালকের কথানুযায়ী “কোয়েলের লুকের ওপর খুব জোর দিয়েছিলাম।ছবিতে ওর তিনটে লুক।আর কোয়েল সিরিয়াসলি নিজেকে তৈরি করেছে”।নির্মাতারা সোশাল মিডিয়ার পাঠকদের মতানুযায়ী মিতিন মাসির লুক সেট হয়েছে বলে খবর।কোয়েল নিজেও খুব উৎসাহী এই চরিত্রটি নিয়ে, “মিতিনমাসির ক্যারেক্টার স্কেচটা তো অপূর্ব।অসম্ভব বুদ্ধিদীপ্ত এক মহিলা।সে রান্নাঘরে যতটা দক্ষ ,কেস সলভ করার সময়েও ততটাই তুখড়, আর ইনটিউশন ভীষণ ভালো”।মিতিনের বোনঝি টুপুরের চরিত্রে রিয়া বনিক।

 

গল্পানুযায়ী মিতিনের চরিত্রটি একটু বয়স্ক।তাই অভিনেত্রী আরও বেশি উৎসাহিত।তাঁর কাছে এই চরিত্রটি একটা স্বপ্ন পুরনের মতো।তাঁর মতে “চরিত্রটা নারী ক্ষমতায়ানের উদাহরণ।তাই মিতিন মাসি আমার কাছে সেই উইশ ফুলফিলেরও গল্প”।


Find out more: