আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকেই সম্পূর্ণ বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সাময়িক দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা স্থায়ী হবে না। একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনুভূত হবে হেমন্তের পরিবেশ। সকালের দিকে কোথাও কোথাও দেখা যাবে সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে অনুভূত হবে হালকা শীতের আমেজ। বেলা বাড়লে অবশ্য বদলে যাবে পরিস্থিতি। গরমের সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত সামান্য অস্বস্তি থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সোমবার এনসিবির দফতরে এলেন না অনন্যা পাণ্ডে(Ananya Pandey)। গত শুক্রবার দীর্ঘ চার ঘণ্টা জেরার পর ফের সোমবার অনন্যাকে ফের তলব করেছিল এনসিবি। কিন্তু এদিন এনসিবি দফতরে এলেন না অভিনেতা। এএনআই সূত্রে খবর, আগে থেকেই সোমবার কয়েকটি ব্যক্তিগত কাজ ছিল অনন্যার। সেই কারণেই এনসিবির কাছে সোমবারের পরিবর্তে একটি দিন জিজ্ঞাসাবাদের জন্য চেয়ে নিয়েছেন তিনি। এনসিবি তাঁর এই আবেদন মঞ্জুরও করেছে। আরিয়ান খানকে মাদক সাপ্লাই করতেন অনন্যা পাণ্ডে (Ananya Pandey), তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) আধিকারিকরা। শনিবার দীর্ঘ চার ঘণ্টা জেরার সময়ে তাঁদের সেই অভিযোগের কথা অস্বীকার করেন অনন্যা পাণ্ডে। এমনকি গাঁজা যে একরকমের মাদক তা নাকি জানতেনই না অনন্যা। কোনও দিনই মাদক সেবন করেননি তিনি, সাফ জবাব নায়িকার। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি। এই কারণেই সোমবার ফের তাঁকে তলব করেছিল এনসিবি।

మరింత సమాచారం తెలుసుకోండి: