এই মুহূর্তে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরা। এবার বুমরার রেকর্ডই ভেঙে দিলেন ভারতের স্পিন তারকা যজুবেন্দ্র চহাল।ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে এই রেকর্ড লকরলেন চহাল। পাশাপাশি শুক্রবার ভারতের জার্সিতে শততম ম্যাচ ছিল চহালের। একদিনের ম্যাচ খেলেছেন ৫৪টি এবং টি২০ খেলেছেন ৪৬টি। এখনও অবধি টেস্ট ক্রিকেটে খেলা হয়নি তাঁর। শততম আন্তর্জাতিক ম্যাচেই ভারতের হয়ে টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেটের মালিক হলেন তিনি। ম্যাচে ৪ ওভার বল করে ৪৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন চহাল।

অন্যদিকে, ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টমবার শূন্য করে ছুঁয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে শূন্য করে কোহলী টপকে গেলেন সৌরভকে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে সৌরভ ১৩ বার শূন্য করেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। কোহলী সেই অশুভ রেকর্ড টপকে ১৪ বার শূন্য রানে আউট হলেন। ধোনি ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন। কপিল দেব আউট হয়েছিলেন ১০ বার। মহম্মদ আজহারউদ্দিন আউট হয়েছিলেন ৮ বার। ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টমবার শূন্য করে ছুঁয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে শূন্য করে কোহলী টপকে গেলেন সৌরভকে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে সৌরভ ১৩ বার শূন্য করেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। কোহলী সেই অশুভ রেকর্ড টপকে ১৪ বার শূন্য রানে আউট হলেন। ধোনি ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন। কপিল দেব আউট হয়েছিলেন ১০ বার। মহম্মদ আজহারউদ্দিন আউট হয়েছিলেন ৮ বার। 

మరింత సమాచారం తెలుసుకోండి: