তিনদিন আগেই তৃণমূল সাংসদদের জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার দলের বৈঠকে সাংসদদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। যেসব সাংসদরা সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন তাদেরও আজকের বৈঠকে আসতে হয়েছে। যেমন কলকাতা পুরভোট নিয়ে ব্যস্ত ছিলেন সুব্রত বক্সী ও মালা রায়। তারাও উপস্থিত ছিলেন আজকের বৈঠকে। এরপরও মিমি ও নুসরতের মতো সাংসদ বৈঠকে ছিলেন না। কেন তারা বৈঠকে ছিলেন না তার কারণ দর্শানোর নোটিস দেওয়া হচ্ছে দুই সাংসদকে।

সূত্রের খবর,অভিষেক জানতে চান কেন তাঁরা আসেননি। দলের এই রকম গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁদের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ সংসদীয় দলের সদস্যরাও। এক তৃণমূল সাংসদের কথায়, এখনই কোনও কড়া পদক্ষেপ না করা হলেও দল তাঁদের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে চাইছে। কারণ, সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী দল তৃণমূলের ভূমিকা এখনও জাতীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই, সাংসদদের অনুপস্থিতিতে দল যে ক্ষুদ্ধ, সেই বার্তা ওই দুই অভিনেত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়। তৃণমূল সূত্রে খবর, আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়ে দিয়েছেন প্রত্যেক সাংসদকে শীতকালীন অধিবেশনে উপস্থিত থাকতে হবে। বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে হবে। অধিবেশনে যাওয়ার আগে সংসদ ভবনে তৃণমূলের ঘরে খাতায় সই করে যেতে হবে। তৃণমূল সূত্রে খবর, আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়ে দিয়েছেন প্রত্যেক সাংসদকে শীতকালীন অধিবেশনে উপস্থিত থাকতে হবে। বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে হবে। অধিবেশনে যাওয়ার আগে সংসদ ভবনে তৃণমূলের ঘরে খাতায় সই করে যেতে হবে।

మరింత సమాచారం తెలుసుకోండి: