বিজেপি দল টা যখন কেন্দ্রে ক্ষমতায় এল। আস্তে আস্তে দেখা গেল, বাংলার গ্রামে - গ্রামে বিজেপি যোগদানে , বিজেপি কর্মিী সংখ্যা বৃদ্ধি পেল। যখন তৃণমূল দল টা ক্ষমতায় এসেছিল, শহরের থেকে গ্রামেই বেশী সারা পরেছিল। তাই বিজেপির বেলায়ও অন্যথা হয়নি। তৃণমূলের সরকার , গ্রামে গ্রামে ঢালাও উন্নয়ন করেছে। সমস্ত প্রকল্প ভুক্ত এই গ্রামগুলো তবুও কেন দল বদল! তার কারন হল, আমরা গ্রাম বাংলায় সংখ্যালঘু অর্থাৎ মুসলিমাধিক্য মানুষ দেখতে পাই।
স্বভাবতই গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে - এম.পি পর্যন্ত মুসলিম রাই টিকিট পায়। গ্রাম বাংলার হিন্দু রা আদিবাসি রা নিজেদের কোনঠাসা মনে করে। সেই জন্য, গ্রাম বাংলার হিন্দুরা মুসলিম দের থেকে অনেক চাপে থাকে। আবার মমতা দির ইমাম ভাতার মতো মুসলিম তোষণ এর শোরগোল। সেই জন্য গ্রাম বাংলার হিন্দুরা ,বিজেপি কেই একমাত্র বিকল্প দল মনে করে। তারা ভাবে বিজেপি করলে মুসলিম রা কোনঠাসা হবে। আর হিন্দুদের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। সম্পুর্ন ভাবে হিন্দুদের সেন্টিমেন্ট কে কাজে লাগিয়ে, গ্রাম বাংলায় বিজেপিতে যোগদান করার প্রবনতা বেশি। শহরের তুলনায়।
click and follow Indiaherald WhatsApp channel