CAA বিরোধী আন্দোলনে দক্ষিণবঙ্গে ঝড় তুলে এবার উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তিনি। সেই সঙ্গে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর পাকিস্তান প্রসঙ্গ তুলে বিরোধীদের আক্রমণেরও জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘অধিকারের কথা বললে পাকিস্তানে যাও। খাবার চাইলে পাকিস্তানে যাও। চাকরি চাইলে পাকিস্তানে যাও। বাংলাদেশ, নেপালের কথা তো আপনি বলেন না। আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? রোজ পাকিস্তান পাকিস্তান করেন। পাকিস্তানের সঙ্গে এদেশের তুলনা করছেন, আপনার লজ্জা করে না?’ তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, ‘আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। হিন্দুস্তান নিয়ে আলোচনা করতে চাই। ঐক্যবদ্ধ হিন্দুস্তান দেখতে চাই।’
প্রসঙ্গত কয়েক দিন আগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা দল ও সংগঠন এবং পাকিস্তানকে এক মেরুতে এনে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস-সহ বিরোধী শিবিরকে তাঁর পরামর্শ ছিল, 'আন্দোলন করতে হলে, পাকিস্তানে ধর্মের ভিত্তিতে হিন্দু সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে করুন।'
CAA বিরোধী আন্দোলনে দক্ষিণবঙ্গে ঝড় তুলে এবার উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তিনি। সেই সঙ্গে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর পাকিস্তান প্রসঙ্গ তুলে বিরোধীদের আক্রমণেরও জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘অধিকারের কথা বললে পাকিস্তানে যাও। খাবার চাইলে পাকিস্তানে যাও। চাকরি চাইলে পাকিস্তানে যাও। বাংলাদেশ, নেপালের কথা তো আপনি বলেন না। আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? রোজ পাকিস্তান পাকিস্তান করেন। পাকিস্তানের সঙ্গে এদেশের তুলনা করছেন, আপনার লজ্জা করে না?’ তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, ‘আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। হিন্দুস্তান নিয়ে আলোচনা করতে চাই। ঐক্যবদ্ধ হিন্দুস্তান দেখতে চাই।’
প্রসঙ্গত কয়েক দিন আগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা দল ও সংগঠন এবং পাকিস্তানকে এক মেরুতে এনে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস-সহ বিরোধী শিবিরকে তাঁর পরামর্শ ছিল, 'আন্দোলন করতে হলে, পাকিস্তানে ধর্মের ভিত্তিতে হিন্দু সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে করুন।'
click and follow Indiaherald WhatsApp channel