সোমবার ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টও ইনিংসে জেতে কিউয়িরা। জয় আসে ইনিংস ও ১২ রানে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩১৭ রানে। নীল ওয়্যাগনার (৩-৫৪) ও ট্রেন্ট বোল্ট (৩-৯৬) এই ইনিংসে নিউজিল্যান্ডের দুই সেরা বোলার। জয়ের ফলে আইসিসি ক্রমপর্যায়ে দুইয়ে উঠে এল তারা। অবশ্য শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার মতো তাদেরও রেটিং পয়েন্ট ১১৬। ভগ্নাংশে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (১১৬.৪৬১)। নিউজিল্যান্ডের সেখানে ১১৬.৩৭৫।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে ৩১ মার্চ, ২০২১। তার মধ্যে ভারত পাচ্ছে ৮ টেস্ট। এর মধ্যে ৪টি অস্ট্রেলিয়ায়। বাকি ৪টি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডকে সরিয়ে খেলতে গেলে এই টেস্টগুলোর মধ্যে ভারতকে ৫টিতে জিততে হবে। অন্যথায়, ৪টি জয় ও ৩টি ড্র হলেও চলবে। 

మరింత సమాచారం తెలుసుకోండి: