পদ্ম শিবিরে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। আজ বুধবারই তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।
২৯ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা ২৪টি আন্তর্জাতিক খেতাব পেয়েছেন। তিনি ২০০৯ সালে বিশ্বের দু'নম্বর ও ২০১৫ সালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হন। তাঁর ফ্যানের সংখ্যা বিপুল। রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী এই তারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করার পর থেকেই গেরুয়া শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করার পর থেকেই গেরুয়া শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়।
গেরুয়া শিবিরে যোগ দিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল
click and follow Indiaherald WhatsApp channel