অন্যদিকে, ‘মাফিয়া গ্যাং’য়ের হাতে খুন হতে পারেন তিনি। আর তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হতে পারে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর রেশ ধরে এভাবেই আশঙ্কা প্রকাশ করে টুইট করলেন পায়েল ঘোষ (Payal Ghosh)। টুইটে ট্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), PMO এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে। নিজের টুইটে পায়েল লিখেছেন, “নরেন্দ্র মোদি স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে। রেখা শর্মা ম্যাডাম এরা আমার খুনকে আত্মহত্যা কিংবা অন্য কিছু হিসেবে দেখিয়ে দেবে।” “নরেন্দ্র মোদি স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে। রেখা শর্মা ম্যাডাম এরা আমার খুনকে আত্মহত্যা কিংবা অন্য কিছু হিসেবে দেখিয়ে দেবে।”
click and follow Indiaherald WhatsApp channel