কিছুদিন আগেই
রণবীর কাপুরের সঙ্গে ছুটি কাটিয়ে এসেছেন আলিয়া ভাট। পাপারাৎজির ক্যামেরায় সেসব ছবি
ধরা পড়েছে। আবার শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর-আলিয়া ভাট।
তাঁরাও নতুন বছরের শুরুর দিকে বিয়ে সেরে ফেলতে পারেন। এতদিন রণবীরের বাবা ঋষি
কাপুর বর্তমানে ক্যান্সারের জন্য আমেরিকায় চিকিতসারত। তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন
এবার হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এরই মাঝে রণবীরের বাড়ি থেকে মধ্যরাতে আলিয়ার
বেরনোর ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। হলুদ রঙের ঝলমলে সালোয়ারে রণবীরের বাড়িতে
গিয়েছিলেন আলিয়া। বেরনোর সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন আলিয়া। কিন্তু যত
গণ্ডগোল তার পরেই। আলিয়ার ছবি দেখে আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন ক্যামেরার ফ্ল্যাশে
ঝলসে যাওয়া চোখ দেখে আপনার মনে হতে পারে, আলিয়ার উপর কেউ ভর করেছে। আবার অনেকে কমেন্টে লিখেছেন ‘ইনি আলিয়া নন, ইনি ভূতিয়া ( ভূত)। আবার কেউ বা লিখেছেন, ‘চোখ দেখে মনে হচ্ছে কোনও খারাপ আত্মা ভর করেছে তোমার উপর।’ পাশাপাশি অনেকেই আলিয়ার হয়েও কমেন্ট করেছেন। তাঁদের বক্তব্য, ‘অন্ধকারে দূর থেকে ছবি দেখে আলিয়ার সৌন্দর্য মাপা যায় না।’ দেখে নিন সেই ছবি -
click and follow Indiaherald WhatsApp channel