আইনী জটিলতায় পড়ালেন বর্তমান বিজেপি সাংসদ তথা অভিনেতা সানি দেওল এবং অভিনেত্রী কারিশমা কাপুর। চলন্ত ট্রেনে শ্যুটিংয়ের সময় ইমার্জেন্সি ব্রেকের চেন টেনেছিলেন। অভিনেতা ও অভিনেত্রী,সেই ঘটনায় রেলওয়ের আদালতে চার্জ গঠন করলো বোর্ড।
জানা গেছে ১৯৯৭ সালে চলন্ত ট্রেনে শ্যুটিংয়ের সময় সানি দেওল এবং কারিশমা কাপুর ইমারজেন্সি চেন টেনেছিলেন। এই ঘটনায় গত মঙ্গলবার বলিউড অভিনেতা সানি দেওল এবং অভিনেত্রী করিশ্মা কাপুরের নামে চার্জ গঠন করেছে জয়পুরের একটি রেলওয়ে আদালত।
২২ বছরে অনেক কিছু বদলে গিয়েছে। সানি দেওল এখন বিজেপি সাংসদ। করিশ্মাও অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন। গত বুধবার দায়রা আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন দু’জনেই। রেলের অভিযোগ, সেদিন কোনও কারণ ছাড়া বেআইনিভাবে ২৪১৩-এ আপলিঙ্ক এক্সপ্রেসের ইমার্জেন্সি ব্রেকের চেন টেনেছিলেন অভিনেতা ও অভিনেত্রী। যে কারণে ট্রেনটির গন্তব্যে পৌঁছতে ২৫ মিনিট দেরি হয়। ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন নারেনার সহকারী স্টেশন মাস্টার সীতারাম মালাকার।
সানি-করিশ্মার আইনজীবী এ কে জৈন জানিয়েছেন, ২০০৯ সালে তাঁদের বিরুদ্ধে প্রাথমিকভাবে চার্জ গঠনের কথা বলেছিল রেলওয়ে আদালত। যার বিরুদ্ধে ২০১০ সালের এপ্রিলে দায়রা আদালতের দ্বারস্থ হন সানি-করিশ্মা। তাঁরা বাদে স্টান্টম্যান টিনু ভার্মা, সতীশ শাহের নাম ছিল এই মামলায়। কিন্তু তাঁরা ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানাননি। আগামী ২৪ সেপ্টেম্বর রেলওয়ে আদালতে মূল মামলাটির শুনানি রয়েছে। তবে এখন আদালতের রায়ের জন্য অপেক্ষায় অভিনেতা অভিনেত্রী।