বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দায় ঝুলন্ত অবস্থায় মিলল বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহ। এ ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে। ৫৯ বছর বয়সী দেবেন্দ্রনাথ রায় ছিলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওযা হয়েছে, যাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়— এই দাবি বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সব নেতার। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা উত্তর দিনাজপুর জেলা। আর বিকেলে কলকাতার প্রতিবাদ মিছিল থেকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ডাক— মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধ।
নড্ডা এবং সন্তোষের মতো সর্বোচ্চ স্তরের দুই নেতা হইচই শুরু করায় গোটা দেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে বিধায়কের রহস্যমৃত্যু নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে কনিষ্ঠতম বিজেপি সাংসদ তেজস্বী সূর্য— টুইটারে আক্রমণের বন্যা বইতে শুরু করে। সকাল ১১টা নাগাদ কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে দিলীপ ঘোষ অভিযোগ করেন, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মোটেই আত্মহত্যা নয়। তাঁকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে দিলীপ দাবি করেন। পরিচিতরাই এই ঘটনার নেপথ্যে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ওই এলাকার এক তৃণমূল যুবনেতা এই ঘটনার নেপথ্যে রয়েছেন বলে রাজ্য বিজেপির সভাপতি অভিযোগ করেন। বিধায়ক মৃত্যু : উত্তরবঙ্গ বন্ধের ডাক বিজেপির
click and follow Indiaherald WhatsApp channel