বিভিন্ন সময় বিভিন্ন দৈনিক কাগজে পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে নানা চাহিদার কথা উঠে এসেছে। তবে এবার আর থেকেও এক ধাপ এগিয়ে এই বেকার চিকিৎসক। তার বউ হতে গেলে হওয়া চাই দেশপ্রেমি ও চাকুরীজীবী। আর এতেই নেট পাড়ার শোরগোল পড়ে গিয়েছে।
এই ধরনের বিজ্ঞাপনে পুরুষ এবং মহিলা দু'তরফেই বিভিন্ন রকম চাহিদার তালিকা থাকে, কেউ চাইছেন সুন্দরী শিক্ষিতা রুচিশীলা, গৃহকর্মে নিপুণা পাত্রী তো উল্টোদিকে আবার পাত্রের খোঁজে হয়তো মেয়ের বাবা বিজ্ঞাপন দিচ্ছেন অপরিসীম অর্থের মালিক, ভদ্র, সভ্য, রুচিশীল পিছুটান হীন জামাই চাই। কখনো কখনো কিছু বিজ্ঞাপন দেখলে তো আপনার পেট ফেটে হাসিও আসতে পারে। তবে সম্প্রতি একটি সংবাদপত্রে দেওয়া পাত্রী চাই-য়ের বিজ্ঞাপন খুব ভাইরাল হয়েছে। বিয়ের ষোলোআনা শখ আছে বেকার দন্ত চিকিৎসকের, পসার জমাতে না পারলেও জমিয়ে সংসার করতে চান, তাই সুন্দরী,সুশীলা কট্টর দেশপ্রেমী পাত্রী খুঁজছেন তিনি।
বিজ্ঞাপনদাতার নাম ডঃ অভিনব কুমার, তাঁর বয়স ৩১ বছর। বিজ্ঞাপনে অভিনব লিখেছেন, "আমি একজন অত্যন্ত ফর্সা, সুন্দরী, অত্যন্ত সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী এবং যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী এবং ধনবতী বউ খুঁজছি"। চিকিৎসকের চাহিদা এখানেই শেষ হয়নি। তিনি বিজ্ঞাপনে আরও লিখেছেন, "পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমিক হতে হবে। প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়াক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে । শিশুদের লালন-পালনে বিশেষজ্ঞ হতে হবে পাশাপাশি তাঁকে একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে হতে হবে। কীভাবে ভাল রান্না করতে হয় তাও জানতে হবে পাত্রীকে। মেয়েটি ঝাড়খণ্ড বা বিহারের বাসিন্দা হতে হবে। শুধু তাই নয়, তাঁর মধ্যে ৩৬ টি গুণের সমাহারও থাকা দরকার"। এই দীর্ঘ বিজ্ঞাপনের পাশাপাশি তার নিচে এই কথাও লেখা আছে, "বিয়ে করার কোনও তাড়া নেই"।
click and follow Indiaherald WhatsApp channel