টলি পাড়ায় রুদ্রনীল ঘোষ একটি অতি পরিচিত নাম।রুদ্রনীল ঘোষের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল।২১ শে জুলাই এর মঞ্চে তাঁর অনুপস্থিতি সেই জল্পনাতে ঘৃতাহুতি দিয়েছে।

 

না যাওয়ার কারন জিজ্ঞাসা করায় তিনি জানান “দিন দুয়েক দুয়েক আগে থেকেই আমার কাছে সমাবেশে যোগ দেওয়ার জন্য ফোন আসতে থাকে। কিন্তু আমি ফোন ধরিনি। কারণ, যে ভাবে সবটা চলছে, তা ঠিক হচ্ছে না। আর আমি রাজনৈতিক কর্মী নই, সমর্থক মাত্র। এবং ওখানে গেলে ভুলটাকেই সমর্থন করা হত। ২০১৯-এ নির্বাচনে আমি তারকা প্রচারকের লিস্টে ছিলাম না। সে সময় যাঁদের ডাকা হয়েছিল, তাঁদের অনেকেরই রাজনৈতিক অবদান শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম দেখে আকৃষ্ট হয়েছিলাম, এখন তা পরিবর্তিত। কালীঘাট এবং তার কাছাকাছি পাড়ার কিছু নেতা, তাঁকে যা বলেন, উনি সেটাই বিশ্বাস করেন।’’

 

 বিজেপিতে যোগদানের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি পরিষ্কারভাবে কিছু না জানালেও সম্ভাবনার কথা কিন্তু একেবারে উড়িয়ে দিলেননা।তিনি জানান ‘‘বিজেপি দলটাকে জানি না। সবেমাত্র ওদের সাংগঠনিক চরিত্র তৈরি হচ্ছে। সবটা দেখি। তবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওরা যে তৃণমূলীয় পদ্ধতিই ব্যবহার করছে, তা সমর্থন করি না।’’  

 


మరింత సమాచారం తెలుసుకోండి: