বেশ কয়েকদিন ধরেই
রানাঘাটের রানু মণ্ডলের গলায় সঙ্গে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গলার তুলনা করা
হচ্ছিল। অনেকই আবার এই তুলনার তীব্র বিরোধীতা করেছেন। অবশেষে এই বিতর্কে মুখ
খুললেন খোদ সুর সম্রাজ্ঞী। সেই সঙ্গে দিলেন পরামর্শও। তিনি বলেন, “আসল হও। কাউকে নকল
কোরো না। যদি আশা নিজের স্টাইলে গান না গেয়ে আমাকে নকল করত তবে সে-ও আজ আশা হত না।”
এ বিষয়ে তিনি এক সাক্ষাতকারে বলেছেন, যদি আমার নাম এবং কাজের জন্য কারোও বালো হয়ে থাকে তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু আমি মনে করিনা কাউকে নকল করে বেশিদিন স্থায়ী বা নির্ভরযোগ্য সমাধান হতে পারে না। রিয়েলিটি শো-য়ের উঠতি গায়কদেরকেও চিন্তিত তিনি। অনেকেই ভালো গান কেরন কিন্তু আমার চেনা শুধুমাত্র সুনিধি বা শ্রেয়া ছাড়া আর কাউকে কি সেভাবে মনে রেখেছে ?
অন্যদিকে, ভাগ্যের চাকা যে কীভাবে ঘোরে তা কেউ জানে না। আর ভাগ্যের চাকা ঘোরার প্রকৃষ্ট উদাহরণ হল রানাঘাটের ভবঘুরে রানু মণ্ডলের জীবনের চাকা। পেটের খিদে মেটাতে স্টেশনে গান গাইতেন রানু। আর সেই গান অতীন্দ্র চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রানু মণ্ডলকে। কলকাতা, কেরল এমনকী বাংলাদেশ থেকেও গান গাওয়ার অফার এসেছে। ইতিমধ্যে হিমেশ রেশমিয়ার পরবর্তী সিনেমাতে প্লেব্যাক করেছেন রানু।
click and follow Indiaherald WhatsApp channel