তিনি দীপিকা পাড়ুকোন। বলিউডের
প্রথমসারির অভিনেত্রী। তবে তিনি কোনও দিন বুড়ো হবেন না। একথা কে বলতে পারে ? আসলে জিমে যেতে তিনি কোনও দিন পিছপা হননি। কালো রঙের
জিমস্যুট পরে জিমে ঘাম ঝরাচ্ছেন রণবীর ঘরণী। আর তাঁকে নির্দেশ দিচ্ছেন ট্রেনার
ইয়াসমিন করাচিওয়ালা। অক্ষরে অক্ষরে সে নির্দেশ পালনও করছেন তিনি। সম্প্রতি দীপিকার
শরীর চর্চার এহেন এক ভিডিও সোশ্যল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর জিম ইনস্ট্রাক্টর।
সেই ভিডিওতেই ক্যাপশন হিসাবে তিনি লেখেন, দীপিকার শিরদাঁড়ার মুভমেন্ট দেখে একথা
বলাই যায় ও সারাজীবন ইয়ং থাকবে, কোনওদিন বুড়ো হবে না। আপনাদের কী মত ?
অন্যদিকে, অক্ষয় কুমারের জন্মদিনের দিনই যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর পরবর্তী ছবি পৃথ্বীরাজের কথা। সেই ছবি ২০২০ সালে দীপাবলিতে মুক্তির কথা জানোন হয়েছে। আর এতেই নতুন দ্বন্দ দেখছে সিনেমা প্রেমীরা। কারণ, পরের বছর দীপাবলিতে কঙ্গনা রানাওয়াতের অ্যকশন মুভি ধকড় মুক্তি পাওয়ার কথা। আর একই সময়ে মুভি রিলিজ হলে কঙ্গনা একটু রুষ্টই হন। এই উদাহরণ আগেও দেখা গিয়েছে। এর আগে বিতর্ক এড়াতে ঋত্বিক তাঁর ছবির ডেট পিছিয়ে দিয়েছিলেন। এবারে অক্ষয় কুমার একই রাস্তায় চলবে কি না সেটাই দেখার। আপাতত ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয় কুমার। আগামী বছর তাঁর তিনটি ছবি মুক্তি পাবে।
click and follow Indiaherald WhatsApp channel