করোনা মোকাবিলায় আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য? অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে গতিবিধি। আগামিকাল মুখ্যমন্ত্রীর ভিডিয়ো কনফারেন্স। থাকবেন সব জেলার ডিএম এসপি। বৈঠকে উপস্থিত থাকবে কলকাতা পুলিস ও পুরসভার আধিকারিকরাও। একইসঙ্গে বৈঠক মন্ত্রিসভারও। মনে করা হচ্ছে এই বৈঠকেই করোনা মোকাবিলায় আগামীদিনের রুপরেখা তৈরি করবেন মমতা।অন্যদিকে, গত কয়েক দিন ধরে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যাটা চারশো বা তার আশপাশে ঘোরাফেরা করছিল। মঙ্গলবার এই প্রথম তা এক ধাক্কায় পাঁচশো ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৯০ জন। সবমিলিয়ে এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩২ হাজার ৮৩৮। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির গুরুত্ব আঁচ করেই রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার এই মর্মে নির্দেশ জারি করেছে নবান্ন।

করোনা সংক্রমণে রাজ্যের মধ্যে কলকাতা ও তার লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি‌— এই চার জেলা নিয়েই উদ্বেগ বেশি প্রশাসনের। স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৭ জনই কলকাতার। উদ্বেগজনক পরিস্থিতি দুই পরগনা, হাওড়া এবং হুগলিরও। উত্তর ২৪ পরগনায় ২৯৩, দক্ষিণ ২৪ পরগনায় ১৪৩, হাওড়ায় ১১৯ এবং হুগলিতে আরও ৩১ জন নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৮ এবং হাওড়ায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮০। এখনও পর্যন্ত ১৯ হাজার ৯৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে সুস্থতার হার ৬০.৬৯ শতাংশ।

మరింత సమాచారం తెలుసుకోండి: