জিরো- সিনেমার পর শাহরুখ খানের পরবর্তী ছবি কী হতে চলেছে সেই নিয়ে জল্পনা চলছে বিস্তর। শোনা গিয়েছে অনেক কিছুই। তবে সেভাবে প্রকাশ্যে আসেনি শাহরুখের পরবর্তী ছবি। আবার শোনা যায় রাজকুমার হিরানির সঙ্গে ছবি করছেন শাহরুখ। শুধু তাই নয়, শোনা যাচ্ছিল শাহরুখের বিপরীতে এই ছবিতে থাকবেন করিনা কপূর।কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মুম্বইয়ের এক সংবাদসংস্থাকে জানালেন করিনা, তিনি শাহরুখকে শ্রদ্ধাও করেন। তাঁর সঙ্গে কাজ ও করতে চান। ‘‘কিন্তু রাজকুমার হিরানির ছবিতে শাহরখের বিপরীতে আমি থাকছি না।’’
click and follow Indiaherald WhatsApp channel