ভারতীয় মডেল মিলিন্দ সুমন। তাঁর এবং তাঁর স্ত্রী অঙ্কিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হয়েছে। সম্প্রতি মিলিন্দ সুমন তাঁর একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপরই ফের শুরু তাঁকে এবং তাঁর স্ত্রীকে নিয়ে আলোচনা। আবার এই ছবিতে অঙ্কিতার কমেন্ট নিয়েও বিস্তর আলোচনা চলছে। যে ছবিটি মিলিন্দ পোস্ট করেছএন সেটি ১৯৯১-এ ছবিটি তোলা হয়েছিল নয়াদিল্লিতে। সেই সাদাকালো ছবিটি মিলিন্দের ন্যুড মডেলিংয়ের। এই ছবি তো বটেই, মিলিন্দের ইনস্টাগ্রাম পোস্টে তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের মন্তব্য নিয়েও মেতেছে নেট দুনিয়া। মিলিন্দের স্ত্রী অঙ্কিতা জন্মেছিলেন ১৯৯১ সালেই। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘এই জন্যই আমি এসেছিলাম। হ্যালো লাভার।’’ সেই মন্তব্যের জবাবে মিলিন্দ বলেছেন, ‘‘সবই তোমার জন্য।’’
View this post on Instagram#Throwback thursday . . . The Ridge, Delhi, 1991 . . . . 📷 @bharatsikkastudio
click and follow Indiaherald WhatsApp channel