অন্যদিকে, মণ্ডপ সাজানো হবে তাঁরই মুখাবয়ব দিয়ে। পটচিত্রে আঁকা থাকবে তাঁরই মুখ। সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে এ ভাবেই শ্রদ্ধা জানাবে কলকাতা। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘের মণ্ডপের মূল থিমের অঙ্গই সুশান্ত। ওই পুজোর এ বার ৬৮ বছর পূর্ণ হবে। করোনা অতিমারির কারণে অল্প বাজেটের পুজো এ বার। তার মধ্যেই সুশান্তকে শ্রদ্ধার্ঘ। এমনকি কার্তিকের মুখ সুশান্তের আদলে করা হতে পারে বলেও ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের আরও দাবি, পুজোর পাশাপাশি বাজেটের একটা অংশ খরচ করা হবে বিভিন্ন সমাজসেবামূলক কাজে।
click and follow Indiaherald WhatsApp channel